৫ বিভাগের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বিএনপির হাইকমান্ড

0

দলের পরবর্তী করণীয় ঠিক করতে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভার অংশ হিসেবে ৫ বিভাগের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির হাইকমান্ড।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের এই বৈঠক শুরু হয়। সভায় ভার্চুয়ালে সংযুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দ্বিতীয় দফায় ৩ দিনব্যাপী মতবিনিময় সভায় দ্বিতীয় দিনে চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, সিলেট ও ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা সভাপতিরা অংশগ্রহণ করেছেন।

সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু,বেলাল আহমেদ, মুহাম্মদ মুনির হোসেন, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক ম্যামাচিং, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, রফিকুল ইসলাম, বজলুল করিম চৌধুরী আবেদ, মামুনুর রশিদ মামুন, মশিউর রহমান বিপ্লব, হুমমাম কাদের চৌধুরী, ফরহাদ হোসেন আজাদ, সালা উদ্দিন ভূইয়া শিশির, আরিফা জেসমিন নাহিন, বিলকিস ইসলাম, ড. খন্দকার মারুফ হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত রয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com