সাংবাদিকদের সত্য তুলে ধরা বন্ধ করতেই ব্যাংক হিসেব তলব: ইবরাহিম

0

সাংবাদিকদের সত্য তুলে ধরা বন্ধ করার জন্যই ব্যাংক হিসেব তলব বলে মন্তব্য করেছেন জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

তিনি বলেন, অপরিকল্পিতভাবে লড়াই হলে আবারও জেলে বন্দি হতে হবে। সেই ১৫ সালের মামলা এখন অনেকের ঝুলছে। এখন যেন সরকারের সমালোচনা করতে সরকারের কাছেই দরখাস্ত লিখতে হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

ইবরাহিম বলেন, এদেশের মানুষ বিদেশের মাটিতে ঘরবাড়ি করতে চায় না। এদেশের মানুষ চায় একটু কথা বলার স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা। নির্বাচনের আগে বলেছিলেন সংসদ সদস্যেরা জনসম্মুখে নিজেদের সম্পদের হিসাব দেবেন। অথচ তার কোনো খবর নেই। এসব বাদ দিয়ে এখন সাংবাদিকদের ব্যাংক হিসাব চাওয়া হচ্ছে। কারণ, এখন কেউ কথা বলতে না পারলেও সাংবাদিকরা কিছু সত্য তুলে ধরছেন। আর এটা বন্ধ করার জন্যই ব্যাংক হিসাব চাওয়া।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com