রাষ্ট্রের সব ক্ষেত্রে ক্ষত সৃষ্টি করে আইন লঙ্ঘনের ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছে: রব
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাকে যেভাবে অসাংবিধানিক ও অনৈতিক জালিয়াত চক্রে আবদ্ধ করা হয়েছে, তা জাতিকে ক্রমাগত গভীরভাবে সংকটগ্রস্ত করে ফেলেছে। বিদ্যমান সংকট থেকে মুক্তির একমাত্র বিকল্প হতে পারে জাতীয় সরকার গঠন করা।
গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র জেএসডির ভার্চ্যুয়াল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রব বলেন, রাষ্ট্রপরিচালনাকারী সব প্রতিষ্ঠান একটি সুবিধাভোগী চক্র দখল করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্রকে দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে।
রাষ্ট্রের সব ক্ষেত্রে যে ক্ষত সৃষ্টি করা হয়েছে, আইন লঙ্ঘনের যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছে, দ্রুত সম্পদ বৃদ্ধি করার অবৈধ সুযোগকে যেভাবে অবারিত করা হয়েছে, সর্বোপরি নির্বাচন ও গণতন্ত্রকে যেভাবে পাতানো খেলায় রূপান্তর করা হয়েছে, তা থেকে কোনো একক দল বা গোষ্ঠী রাষ্ট্রকে আর পুনরুদ্ধার করতে পারবে না। এখন রাষ্ট্রের একমাত্র পথ হচ্ছে গণজাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করা।
এই পুনরুজ্জীবিত শক্তিই জাতীয় সরকার গঠন করবে। বিদ্যমান সংকট থেকে মুক্তির একমাত্র বিকল্প হতে পারে জাতীয় সরকার গঠন করা।