মনগড়া বানোয়াট মন্তব্য নয়,
আমি ডালিয়া লাকুরিয়া’র লিখিত মনগড়া এসব বানোয়াট মন্তব্য নয়,। সত্যিটা হচ্ছে এই যে, গনতন্ত্র হত্যাকারী আওয়ামী শাসকদের কর্মকাণ্ড সম্পর্কে জনগন স্বতঃস্ফূর্তভাবে কখনোই কিছুই জানতে পারেন না, জানতে চাইলে তাদের শ্বাস রোধ করে দেয়া হয় রাষ্ট্রীয় সন্ত্রাস এর মাধ্যমে, কিংবা তাদের পদানত আইন বিভাগ প্রশাসন এবং সশস্ত্র বিভিন্ন বাহিনী এবং তাদের নিজস্ব দলীয় মাস্তানদের মাধ্যমে,।
এমনকি ক্ষমতার দাপটে ভোটারবিহীন আওয়ামী ক্ষমতাসীন সরকার এতটাই বেপরোয়া হয়ে ওঠেছে যে রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের প্রকাশিত রিপোর্টকেও তারা গ্রাহ্য করে না, বরং সত্য প্রকাশে যারাই কিছুটা সাহস দেখাবার চেষ্টা করেন তারা রাষ্ট্রীয় প্রশাসন কিংবা মিডিয়ার সদস্যই হউক, তাদের উপর নেমে আসে অবৈধ সরকারের খড়গ!
অতএব এই গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে কয়েক লক্ষ শহীদের তাজা রক্তে অর্জিত বাংলাদেশ নামক রাষ্ট্রকে বাঁচানোর জন্য দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে, রাতের ভোটে নির্বাচিত ভোটডাকাত আওয়ামী সরকারকে প্রতিহত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা অপরিহার্য,।