যুগ্ম মহাসচিব ও সহ-সম্পাদকদের সাথে বিএনপির স্থায়ী কমিটি বৈঠক বিকেলে

0

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কেন্দ্রীয় কমিটির নেতাদের মতামত গ্রহণ করছে বিএনপি। এরই অংশ হিসেবে গতকাল থেকে তাদের ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় দিনের বৈঠক শুরু হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন বুধবার বিকেল সাড়ে তিনটায় জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অনেকদিন পরে শারীরিক উপস্থিতিতে নেতাকর্মীদের সভা হতে যাচ্ছে, স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা উজ্জীবিত। দলের সর্বোচ্চ পর্যায় থেকে যদি আমন্ত্রণ আসে তবে কে খুশি না হন?

তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রীর মুক্তি, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ সার্বিক বিষয়ে আলোচনা হবে। সেখানে কেউ যদি উদ্ভাবনী প্রস্তাব দেয়, তা গ্রহণ করা হবে এটাই প্রত্যাশা। এবং এই প্রত্যাশা কিভাবে আরো গতিশীল হবে সে বিষয়ে আলোচনা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com