বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর

0

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ বৈঠক হবে বলে জানিয়েছেন দফতরের দায়িত্বে প্রাপ্ত নেতা ও বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রিন্স জানান, ১৪ সেপ্টেম্বর ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টাদের সাথে বৈঠক হবে। ১৫ তারিখ যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ১৬ সেপ্টেম্বর নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক হবে।

বিকাল সাড়ে ৩টা থেকে গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরো জানান, সাধারণত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক বড় কোনো জায়গায় একসাথে হয়। কিন্তু আমরা এরকম স্থান না পাওয়ায় গুলশান কার্যালয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, সর্বশেষ খালেদা জিয়ার কারাগারে যাওয়ার আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হয়েছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com