ইতিহাস বিকৃতিতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে: খোকন
ইতিহাস বিকৃতিতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক ভিপি খায়রুল কবির খোকন। তিনি বলেন, জিয়াউর রহমান জেড ফোর্সের প্রধান ও একজন সম্মুখসারির মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের নেতাদের মতো স্মরণার্থী হয়ে থাকেননি। আওয়ামী লীগে যারা রয়েছেন তারা অধিকাংশই স্মরণার্থী মুক্তিযোদ্ধা।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী নবীন দল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই সভার আয়োজন করে।
খায়রুল কবির খোকন বলেন, সংকটময় মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠা। ৭৫ এর পর রাজনৈতিকভাবে দেশ যখন সংকটে পড়েছে, তখনই দেশ গঠনে নেতৃত্ব দিতে দলটি গঠন করা হয়।
আফগানিস্তানের রাজনৈতিক অবস্থা উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তানে যারা ক্ষমতায় ছিলেন, তারা কাবুল বিমানবন্দরে যেতে পেরেছেন। আপনারা ঢাকা বিমানবন্দরে যেতে পারবেন না। দেশের জনগণ আপনাদের যেতে দেবে না।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, অ্যাডভোকেট খন্দকার মারুফ, জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার প্রমুখ।