ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা বিএনপি মহাসচিব’র নিন্দা ও প্রতিবাদ
ডিএল ডিস্ক: রোববার, ডিসেম্বর ২২, ২০১৯, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের—ডাকসু সহসভাপতি—ভিপি নুরুল হক নুর ও তাঁর সহকর্মীদের ওপর বর্বর সন্ত্রাসী হামলা করেছে অবৈধ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ। ডাকসু ভবনের নিজ কক্ষে নুরুল ওপর এই হামলা হয়। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্র আহত হয়েছেন।
ডাকসু ভিপির ওপর এই সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা আলমগীর।
রোববার, ডিসেম্বর ২২, ২০১৯, বিকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিন্দা জানান।