বিএনপিকে ভয় পায় বলে আওয়ামী লীগ আবোল-তাবোল বলে যাচ্ছে: ড. খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে ভয় পায় বলে আওয়ামী লীগ আবোল-তাবোল বলে যাচ্ছে। বিএনপিকে মুক্তিযুদ্ধের চেতনার দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপির প্রতি ক্ষোভের কারণ, ২৫ মার্চের পর আওয়ামী লীগ তার দায়িত্ব পালন করতে পারেনি, স্বাধীনতার ঘোষণা দিতে পারেনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, শেখ হাসিনার পদত্যাগ হবে প্রথম কথা। পদত্যাগ না করলে পতন হবে চূড়ান্ত কর্মসূচি। এ জন্য প্রস্তুত হতে হবে। স্বৈরাচার সরকার আপসে যায় না। আন্দোলন করতে হবে। সবাইকে নামতে হবে।