ছাত্রদলের মিছিলে হেলমেট পড়ে ছাত্রলীগের হামলা!

0

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এতে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমানসহ প্রায় ১০ জন আহত হয়েছেন বলে দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।

ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, তাদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে রবিবার সকাল ১০টায় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে।

হামলার বিষয়ে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, মিছিলটি শেখ রাসেল টাওয়ার অতিক্রম করে বিএনসিসি ভবনের সামনে আসলে মোটরসাইকেলে আসা একদল লোক হেলমেট পরা অবস্থায় আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ঢাবি সদস্য সচিবসহ ১০ জন আহত হয়েছে। এ সময় তারা আমাদের ব্যানার ছিনিয়ে নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com