মুন্সিগঞ্জ বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন
বিএনপি মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগের মেয়াদ উত্তীর্ণ নির্বাহী কমিটি বিলুপ্ত করে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। এতে মো. আব্দুল হাইকে আহ্বায়ক ও মো. কামরুজ্জামান রতনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
বুধবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলের কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন দেন।