যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির সভায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি

0

ডিএল ডেস্ক: যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি ও কার্যকরী সভা গত ১০ ডিসেম্বর মঙ্গলবার লন্ডনের একটি কমিউনিটি হলে সম্পন্ন হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত প্রাণচঞ্চল পরিবেশে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি স্বাগত বক্তব্য প্রদান করেন। কার্যকরী কমিটির সভায় কার্যবিবরণী লিপিবদ্বসহ সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাজ্য বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ডক্টর এম মুজিবুর রহমান ও সহ-দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সেলিম আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মোসাদ্দিক আহমেদ।

সভায় এজেন্ডাসমূহের উপর বিস্তারিত আলোচনা করা হয়। যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদনের জন্য কমিটির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।

সভায় বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের বিরুদ্বে অবৈধ সাজা বাতিল ও সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বন্ধুপ্রতিম উন্নয়ন সহযোগী রাষ্ট্র নেতাদের বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকারের গুম, খুন, হত্যার বিস্তারিত বিবরণ অবহিত করা এবং প্রবাসে বাকশালী স্বৈরাচারী সরকারের বিরুদ্বে জনমত গঠনে কার্যকরী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির অংশ হিসেবে শীগ্রই যুক্তরাজ্যের সকল জোনের সমন্বয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে লন্ডনে এক বিরাট রোড মার্চ আয়োজনের সিদ্ধান্ত হয় । রোড মার্চ কর্মসূচিকে সফল করতে  বিভিন্ন সাংগঠনিক জোনে প্রস্তুতি সভা করার ঘোষণা দেয়া হয়।

সভায় মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং ডাক্তার জোবাইদা রহমানের একমাত্র কন্যা সফলভাবে ব্যারিস্টারি ডিগ্রী সম্পন্ন করার জন্য ব্যারিস্টার জাইমা রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গৃহীত হয় ।

সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত হয়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করাসহ সার্বিক বিষয়ে মূল্যবান পরামর্শ ও মতামত ব্যক্ত করেন। তাদের মধ্যে হলেন সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, মোঃ গোলাম রাব্বানী, গোলাম রাব্বানী সোহেল, মোঃ তাজুল ইসলাম, ব্যারিস্টার কামরুজ্জামান জামান, সলিসিটর ইকরামুল মজুমদার, শেখ লাকি আহমেদ, আব্দুস সাত্তার, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আশরাফুল ইসলাম হীরা, আবেদ রাজা, এম এ মুকিত, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, গুলজার আহমেদ, মিসবাহুজ্জামান সোহেল, সুজাতুর রেজা, আজমল হোসেন চৌধুরী জাবেদ, হাসনাত কবির খান রিপন, হেলাল নাসিমুজ্জামান, সিনিয়র সদস্য কাউন্সিলর তফজ্জল হোসেন, শাহ আখতার হোসেন টুটুল, এমদাদ হোসেন টিপু, শহীদুল ইসলাম মামুন, দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, নাসিম আহমেদ চৌধুরী, কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ, আব্দুল বাসিত বাদশা, বাবুল আহমেদ চৌধুরী, সালেহ আহমদ জিলান, মোঃ নাজমুল হাসান লিটন, জামাল আহমেদ, কে আর জসিম, অ্যাডভোকেট খলিলুর রহমান, শাহীন মিয়া, টিপু আহমেদ, সাংগঠনিক সম্পাদক  (জোন-১) শামীম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক (জোন-১) সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক,  মোশাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক (জোন-৩) কামাল হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক,  মওদুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক (জোন-৪) তৈয়বুর রহমান হুমায়ুন,  সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক ডালিয়া বিনতে লাকুরিয়া, সহ-প্রচার সম্পাদক মঈনুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সালেহ গজনবী, সহ-অর্থ বিষয়ক সম্পাদক তোফাজ্জল আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লিয়াকত আলী, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার কবির, যুব বিষয়ক সম্পাদক খিজির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল মিয়া, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তৌকির শাহ, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এ জে লিমন, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী সহিদ খোশনবিশ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক তুরন মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আখতার মাহমুদ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কদর উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাজ হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ এফ এম মাহফুজুর রহমান খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ সাদিক, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদিক হাওলাদার, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরী, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খলকু, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাজোয়ার হোসেন রাজেদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিপু, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ শামীম আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসেন শহীদ শামসুজ্জোহা, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আলিম খান, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, স্বনির্ভর সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক লুবেক আহমেদ চৌধুরী। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন – ফখরুল ইসলাম বাদল, এম এ সালাম, হেলাল উদ্দিন, ইকবাল হোসেন, মোস্তাক আহমেদ, এনামুল হক লিটন,  নাজমুল হাসান জাহিদ, তরিকুর রশিদ চৌধুরী শওকত, আবদুল হামিদ খান হেভেন, খালেদ চৌধুরী, এমডি ইউনুছ পাঠান বুলু, আবুল কাহার, খালিক মিয়া, মিছবাউল ইসলাম বাবু, আসাদুজ্জামান আকতার, শরিফ উদ্দিন ভূঁইয়া বাবু, মির্জা নিক্সন, শরীফুল ইসলাম, ফিরোজ আলম, আলী আকবর খোকন, মিজানুর ইসলাম মির্জা, সালেহ আহমেদ, ফয়ছল আহমদ, নুরে আলম সোহেল, পাশা মিয়া, মামুন হোসেন, তাজুল ইসলাম, হুমায়ুন কবির রাজন, জাহাঙ্গীর হোসাইন, আবদুল মান্নান, শিশু মিয়া, শাহরিয়ার রহমান জুনেদ, তপু শেখ, কিশোয়ার আহমেদ জাকি, সাজ্জাদ আহমেদ ও নাজমুল হোসেন চৌধুরী ।

কার্যকরী কমিটির সভায় সংগঠনের দৈনন্দিন রুটিন কার্যাবলী তদারকি ও জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কোর কমিটি ও আর্থিক বিষয়াদিতে স্বচ্ছতা অক্ষুন্ন রাখতে একটি অর্থ উপ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক একটি করে সাব কমিটি গঠন করে জোনাল কমিটি পুনর্গঠন ও কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কেন্দ্র ঘোষিত এক নেতার এক পদ নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় একটি নির্ধারিত তারিখ দিয়ে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন করা হবে বলে জানানো হয় । জোনাল কমিটিসমূহের সাথে পরামর্শের মাধ্যমে এ ব্যাপারে সাংগঠনিক কোর কমিটি বিস্তারিত রূপরেখা প্রণয়ন করবে। সদস্য ফি ১০ পাউন্ড পুন:নির্ধারণ করা হয় । যুক্তরাজ্য বিএনপির সকল কার্যকরী কমিটির সদস্যদের পদবীসহ আইডি কার্ড প্রদানের পাশাপাশি বিএনপির প্রতি সদস্যকে ফটোসহ আইডি কার্ড প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সংগঠনের একটি সমন্বিত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা এবং আনুমানিক প্রাক বাজেট নির্ধারণের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়। সভায় আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠন ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে সংগঠনে মেধা ও বুদ্বিভিত্তিক চিন্তা-চেতনার প্রসার ও বিকাশ সাধনে কার্যকরী উদ্যোগের আহবান জানানো হয়।

সভায় বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকলিছুর রহমান চৌধুরী, ডার্লিংটন বিএনপির সাবেক সভাপতি নুরুল হক, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মদরিছ আলী বাদশা, মাহবুব কাদির মিলন ও মির্জা হারুনুর রশিদসহ সকল নেতৃবৃন্দের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নেতৃবৃন্দের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় যুক্তরাজ্য বিএনপির সহ দপ্তর সম্পাদক সেলিম আহমদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মহান আল্লাহের কাছে মরহুমের মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। পরিশেষে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।  সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির সকল সদস্যকে কার্যকরী কমিটির সভায় উপস্থিত হয়ে মূল্যবান পরামর্শ ও মতামত প্রদানের জন্য ধন্যবাদ জানান এবং সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com