১৫ আগস্টের হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকেরাই জড়িত: ফখরুল

0

সরকার মিথ্যা অপপ্রচার দিয়ে প্রতিনিয়ত জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার রাজধানীতে বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই ঘটনায় জিয়াউর রহমানকে নিয়ে তো প্রশ্নই উঠতে পারে না। এ হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকেরাই জড়িত।

মির্জা ফখরুল বলেন, করোনার মধ্যে সব কিছু খুলে দেয়া হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাবঞ্চিত রাখার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, তাদের কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। হাজার হাজার মানুষ রাস্তায় চলছে ফিরছে কিন্তু শুধু শিক্ষা প্রতিষ্ঠানই খুলছে না। অর্থাৎ দেশের ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষা না পায় সে ব্যবস্থাই তারা করছে।

বিএনপি মহাসচিব বলেন, টিকার মজুত নেই। কিন্তু সরকার গণটিকা কার্যক্রমের ঘোষণা দিয়ে প্রতিনিয়িত মিথ্যাচার করছে। জনগণের সাথে প্রতারণা করছে।

এসময় সব ব্যর্থতা মাথায় নিয়ে আওয়ামী লীগের ক্ষমতা ছেড়ে দেয়া উচিৎ বলে উল্লেখ করেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com