জনগণকে বিভ্রান্ত করার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে সরকার: রিজভী

0

বরিশালে উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনের মধ্যে বিদ্যমান পরিস্থিতি নিয়ে ‘বিস্ময়’ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ বিস্ময়ের কথা জানান।

বরিশালের পরিস্থিতি সম্পর্কে রিজভী বলেন, ‘আমার কাছে বিস্ময়কর মনে হয়, প্রশাসনের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হ‌য়ে‌ছে। এর আগে আওয়ামী লীগের নেতৃবৃন্দের নামে মামলা হয়েছে। গতকাল মামলা হয়েছে ইএনও এবং ওসির নামে। আমি বিস্মিত হচ্ছি যে, আন্দোলন যখন চলছে তখন মনে হয়েছে প্রশাসনের এই লোকেরা আওয়ামী লীগের চেয়ে বড় ক্যাডার। তারাতো নিরপেক্ষ প্রতিষ্ঠান, ‌কিন্তু এটা মনে হয়‌নি।’

তিনি বলেন, ‘২০১৫ সালের আন্দোলনে যশোরের এসপি বলেছিলেন- ‘কী ব্যাপার- আমি মিছিলের শব্দ শুনি, গুলির শব্দ শুনি না কেন’। তিনি শেখ হাসিনার প্রিয়পাত্র হতে চেয়েছেন। ওই সময় শুনেছি পুলিশের বড় বড় কর্মকর্তারা বলেছেন, ‘আমরা বন্দুক-গুলি দিয়েছি পকেটে রাখার জন্য? এটা ব্যবহার হচ্ছে না কেন?’ যে দল সরকার পরিচালনা করেছে, সংসদে বিরোধী দল ছিল, জনগণের স্বার্থ রক্ষা করেছে সেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালানোর কথা বলছে, অদ্ভূত ব্যাপার।’

প্রশাসনের উদ্দেশ্যে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘সমাজে কোথায় আপনাদের ভিত্তি রেখেছেন? যারা গুন্ডামি করে ক্ষমতা দখল করে আছে, অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, তাদের রক্ষা করার জন্য এমন কোনও কাজ নাই, আপনারা করেননি।’

তিনি বলেন, ‘আমরা জানি যে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে, যদি সরকার অত্যাচারী হয় তাহলে প্রশাসনের কাছে বিরোধী দল শেষ আশ্রয়স্থল ও বিচারকের কাছে সঠিক বিচার পাবে। কিন্তু এখন সেই জিনিসটা পাওয়া দুরূহ ব্যাপার। একজন বিচারক সঠিক রায় দেয়ার কারণে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। আর প্রধান বিচারপতিকে বন্দুক ঠেকিয়ে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আর নিরপেক্ষ প্রতিষ্ঠান প্রশাসন তারা কোনও ভূমিকাই পালন করেনি। আজ আপনাদের (প্রশাস‌নের) ওপর আক্রমণ হচ্ছে। জনগণ নীরব ভূমিকা পালন করছে। কারণ জনগণকে রক্ষা করার যে দ্বা‌য়িত্ব তা আপনারা পালন ক‌রেন নাই।’

রিজভী বলেন, ‘আজ সকলে মিলে এই গুন্ডাতন্ত্রকে প্রতিহত করার দরকার ছিল। কিন্তু আপনারা (প্রশাসন) আপনাদের দিক থেকে এগিয়ে আসেননি। এখন আপনারা সে গুন্ডাদের শিকার হচ্ছেন। আওয়ামী লীগ প্রকাশ্যে ইউএনও’র বাসায় গুলি করছে। সেদিন যদি আপনারা (প্রশাসন) দায়িত্বশীল ভূমিকা পালন করতেন তাহলে আজকে এসব ঘটনা ঘটতো না।’

তিনি বলেন, ‘মিথ্যাই এ সরকারের সম্বল। তারা করোনাকে রাজনীতিকরণ করে জনগণকে বিভ্রান্ত করার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। যখন দেখছে এটা নিয়ে কাজ হচ্ছে না তখন তারা আরেকটি ইস্যুকে সামনে নিয়ে আসে।’

বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ মন্তব্য করে রিজভী বলেন, ‘করোনা ভাইরাসের কারণে চারদিকে মানুষ মারা যাচ্ছে। আত্মীয়-স্বজনরা মারা যাচ্ছে। এই সরকার কোনও পদক্ষেপই গ্রহণ করতে পারেনি। তারা সম্পূর্ণরূপে ব্যর্থ। শুধু তাই নয়, এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে সরকার যে দুর্নীতি করেছে তা পৃথিবীর মধ্যে এক ন্যক্কারজনক ঘটনা। তারা যে মাস্ক আমদানি করেছে সেটা তাদের নিজের লোকদের দিয়ে করিয়েছে, নিম্নমানের মাস্ক সরবরাহ করেছে আর তাদের পকেট ভারি করেছে। আর ব‌লে‌ছে এন৯৫ সরবরাহ ক‌রে‌ছি । তারা মিথ‌্যার ওপর মিথ‌্যা ব‌লে।’

তিনি বলেন, ‘এই সরকার দুর্নীতির যে পরিকাঠামো নির্মাণ করেছে সেই কাঠামো ঠিক রাখতে যা মন চায় তাই করছে। মানুষের লাশের ওপর দিয়ে রক্তের ওপর দিয়ে। একটি সরকার যদি সম্পূর্ণ মিথ্যার ওপর পরিচালিত হয় তাহলে মানুষ দুর্ভিক্ষে থাকবে। আজ দেশের মানুষের অবস্থা তাই হয়েছে।’

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের সঞ্চালনায় বিএনপির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য গ‌য়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএস জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন প্রমুখ বক্তৃতা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com