খন্দকার মাহবুব হোসেনের রোগমুক্তিতে সুপ্রিম কোর্ট বারে দোয়া মাহফিল অনুষ্ঠিত
করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়েছে আইনজীবী সমিতি ভবনের মসজিদে।
বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রোববার (২২ আগস্ট) বাদ আসর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদে এ দোয়ার আয়োজন করে।
মসজিদের ইমাম আবু জাফর সাদিক দোয়া পরিচালনা করেন। এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল আসরের নামাজের পর তার জন্য সবার কাছে দোয়া চান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার (এজে) ভূইয়া, বারের সাবেক সহ-সভাপতি ওয়াজি উল্লাহসহ সুপ্রিম কোর্টের কয়েকশ আইনজীবী দোয়ায় শরীক হন।
গত সোমবার (১৬ আগস্ট) খন্দকার মাহবুব হোসেন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।