কে শুনে কার কথা? আমি একটু ও বিচলিত আশ্চর্য নই
এতো বিজ্ঞ অভিজ্ঞদের মাঝে আমি যেন এক অজ্ঞ ব্যর্থ মানুষরুপী নিকৃষ্ট জানোয়ার!
স্বৈরশাসক সরকারের অধিনস্থ রাষ্ট্রের
সকল প্রতিষ্ঠান রাষ্ট্রপতি বিচারপতি আইন আদালত স্বৈরশাসক শাষিত নিয়ন্ত্রিত শোষিত পদলেহি ব্যক্তিত্বহীন কর্মকর্তা কর্মচারীদের দ্বারা পরিচালিত।
তাই ফ্যাসিস্ট ভোটারবিহীন গনতন্ত্র হত্যাকারী অবৈধ স্বৈরাচারী হাসিনা সরকারের দ্বারা পরিচালিত রাষ্ট্র সংসদ আদালত নির্বাচন শিক্ষা চিকিৎসা সহ সকল ক্ষেত্রে ন্যায় নিতী আদর্শ নিরপেক্ষতা আশা করার মানেই হচ্ছে দেশ দল ও জাতির সাথে হাস্য রঙ্গ তামাসা করা আর অবৈধ সরকারকে দির্ঘস্থায়ী করা ছাড়া অন্য কিছু নয়।।।
তাই আমি সব সময় বলে এসেছি ও বলছি রাজনিতীর মানেই হচ্ছে রাজপথ।।।
তাই সকল সমস্যার সমাধান রাজপথে আন্দোলন সংগ্রাম করা ছাড়া সম্ভব নয়।।।।
আপনারা যদি সত্যিই দেশমাতা দেশনেত্রীর মুক্তি চান?বহুদলিয় গনতন্ত্র পুনপ্রতিষ্ঠা করতে চান?
স্বাধীনতা স্বার্ভভৌমত্ব ৩০লক্ষ শহিদের আত্মত্যাগে অর্জিত লাল সবুজের পতাকা ১৬কোটি মানুষের উজ্জল ভবিষ্যতের জন্যে নিরপেক্ষ জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠন করে দেশকে পরিচালিত করতে চান?????
তাহলে আর সময় কালক্ষেপণ না করে সকল প্রেস ব্রিফিং আশার বানী মিথ্যে কাল্পজ্ঞানহীন কর্মকান্ড হাসি রঙ্গ তামাশা করে ১৬কোটি গনতন্ত্রকামী স্বাধীন বাংলাদেশের জনগনের দেশ দল জাতিকে স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নে তিলে তিলে নি:শেষ করে না দিয়ে সকল নাট্য ফ্লিম বন্ধ করে রাজপথে একযুগে নেমে আসুন।।।
স্বইচ্ছায় কারাবরণ ১দফার অসহযোগ আন্দোলন সংগ্রামের কর্মসুচি দিন।।।।।
কথা দিলাম সুদুর প্রবাস থেকে আপনাদের সেই মু্ক্তির মিছিলে দেশ ও জাতির স্বার্থে সবার আগে।।।।।
আমি হাসি মুখে নিজের বুকের তাঁজা রক্তের শেষ বিন্দু টুকু দিয়ে নিজেকে স্বাধীন স্বার্ভভৌমত্ব রক্ষার আন্দোলন সংগ্রামের একজন গর্বিত সন্তান পরিচয়ে মহান রাব্বুল আল-আমিনের কাছে চিরতরে চলে যেতে চাই।।।।।
মনে রাখবেন ও ইতিহাস তাই বলে।।।
জন্ম ১বার মৃত্যু হবেই ১বার চিরসত্য।।।
পবিত্র ধর্ম গ্রন্থ আল কোরআন ও তাই বলে।।।
তাই রক্তপাতহীন স্বৈরশাসক ফ্যাসিস্টদের পতনের আশা করা মানেই হচ্ছে অবৈধ সরকারকে আরো দীর্ঘস্থায়ী করা।।।।।
দেশ ও জাতির সাথে প্রতারনা করা ছাড়া অন্য কিছু নয়।।।।
ধন্যবাদ,আল্লাহ হাফেজ।
ঢালী নাসির উদ্দিন
সাধারণ সম্পাদক
ইতালি বিএনপি।
১২/১২/২০১৯ইং।