ন্যায় ও ইনসাফের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন বাবুনগরী: বিএনপি
হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ইসলামি চিন্তাবিদ ও পণ্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। তিনি ন্যায় ও ইনসাফের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন।’
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ কথা বলেন। এদিন দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান জুনায়েদ বাবুনগরী। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তার।
ফখরুল বলেন, ‘মরহুম জুনাইদ বাবু নগরী বাংলাদেশে ইসলামি জ্ঞান চর্চা এবং ইসলামের প্রচার, প্রসার ও মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার ইন্তেকালে একজন দৃঢ়চেতা ও সাহসী মানুষের নেতৃত্ব থেকে জাতি বঞ্চিত হলো।’
তিনি বলেন, দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ জুনাইদ বাবু নগরীর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারালো, যাঁর অভাব সহজে পূরণ হবার নয়।
আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”