জিয়াউর রহমানের দেশপ্রেমের উদাহরণ ও অবদান আ.লীগ সহ্য করতে পারে না: ইবরাহিম
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে এই আওয়ামী ক্ষমতাসীন দলটি প্রথম থেকেই হীনমন্যতায় ভোগে এবং তাঁর অবদানকে কোনোভাবে তারা সহ্য করতে পারে না। প্রায় ৪৯ বছর পর স্মৃতিচারণ করে বুঝতে পারি, সেই আমল থেকে রাজনৈতিক সরকার শহীদ জিয়াকে উপযুক্ত মূল্যায়ন না করে অপদস্ত করতে চেয়েছে। কিন্তু শহীদ জিয়াউর রহমান দেশপ্রেমের উদাহরণ সৃষ্টি করে এবং বাংলাদেশে পুনর্গঠনে অবদান রাখার স্বার্থে চাকরি অব্যাহত রাখেন।’
‘ইতিহাস কথা কয়’ শিরোনামে বুধবার (৮ আগস্ট ২০২১) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘যাদের বয়স কম তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, ১৯৭২ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের মুক্তিবাহিনী বা বাংলাদেশ ফোর্সকে তিন খণ্ড করে আলাদা আলাদা সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী করা হয়েছিল। সেই সেনাবাহিনী প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন কর্নেল কাজী মো. শফিউল্লাহকে এবং উপ-সেনাপ্রধান করা হয়েছিলো জিয়াউর রহমানকে। কিন্তু জ্যেষ্ঠতায় জিয়াউর রহমান ছিলেন অগ্রাধিকার পাওয়া হকদার। এখন অনুমান করছি, কেন এই কাজটি করা হয়েছিল। কারণ জিয়াউর রহমানের ক্যারিশমাকে তারা ভয় পেতেন, আজও ভয় পাচ্ছেন। যার জন্যে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাঁর নামে অপবাদ দিয়ে যাচ্ছেন। আমি বলব, অপপ্রচার থেকে বিরত থাকুন, অযথা দেশে বিভাজন সৃষ্টি করবেন না।’