জনগণের সামনে সত্য ইতিহাস প্রকাশিত হলে আ.লীগের অস্তিত্ব থাকবে না: মোশাররফ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রকৃত ইতিহাস তুলে ধরলে আওয়ামী লীগ ভয় পায়। বাংলাদেশের মৌলিক প্রশ্নে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের উন্নয়ন, দেশকে স্বনির্ভর করা, দেশকে সম্মানজনক অবস্থানে নেওয়া, মাথা উঁচু করে দাঁড়াবার জন্য দেশকে প্রস্তুত করা এসব কারা করেছে? সবগুলোতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি ও খালেদা জিয়ার সফলতা রয়েছে। সেজন্যই তারা সত্য ইতিহাসকে ধামাচাপা দেওয়ার জন্য, জনগণকে বিভ্রান্ত করার জন্য, এই প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য ইতিহাসকে বিকৃতি করছে।’

‘ইতিহাস কথা কয়’ শিরোনামে বুধবার (৮ আগস্ট ২০২১) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ ১৫ আগস্ট এলে নিজেদের তৈরি কথা জনগণকে বিশ্বাস করানোর চেষ্টা করে। সেখানেই আমাদের প্রতিবাদ, সেখানেই আমাদের সত্য কথা বলার প্রয়োজনীয়তা। সত্য যদি প্রকাশিত হয় তাহলে আওয়ামী লীগের রাজনীতির অস্তিত্ব থাকে না। সেজন্য আজকে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে তারা চেষ্টা করছে। আওয়ামী লীগকে বলব, সময় বেশি নাই, একদিন আপনাদেরকেই ইতিহাস বিকৃতির জন্য জনগণের কাছে জবাব দিতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com