স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা, সাংবাদিকসহ আহত ৮

0

নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবক দলের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ আটজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.