গুলি করে শেষ রক্ষা হবে না: এলডিপি

0

২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। গুলি করে ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবে না।

মঙ্গলবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন এলডিপির নেতারা।

তারা বলেন, চারদিকে ফ্যাসিবাদী সরকারের পতনের ধ্বনি শোনা যাচ্ছে।

পতনের আতঙ্কে সরকার চরম প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে। কিন্তু, তারা ভুলে গেছে বিরোধীদলের ওপর অত্যাচার-নির্যাতন-নিপীড়নের মাধ্যমে অতীতেও কোনো স্বৈরাচারি সরকার তাদের পতন ঠেকাতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, ভোট ডাকাতির মাধ্যমে প্রতিষ্ঠিত অবৈধ সরকার বিরোধী রাজনৈতিক শক্তিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দমন-পীড়ন, জুলুম-নির্যাতন, হত্যা-সন্ত্রাস, গুম-অপহরণ ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। কিন্তু কোনো বাধাই বিরোধী দলের ক্রমবর্ধমান অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না বরং সব বাধা-প্রতিবন্ধকতা ও জুলুম-নির্যাতন উপেক্ষা করেই জাতীয়তাবাদী শক্তি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com