সরকার মানুষের জীবন নিয়ে খেলা খেলছে: রিজভী

0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে নির্মূল করতে সরকার এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট যা ঘটেছিল তা অত্যন্ত নিন্দনীয়। এর এত তদন্ত হয়েছে, বিচারও হয়েছে। কিন্তু এখনও সে ঘটনা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সামনে আনা হচ্ছে অত্যন্ত ষড়যন্ত্র ও চক্রান্তমূলকভাবে। বিএনপিকে নির্মূল করতে এখন নতুন ষড়যন্ত্র শুরু করেছে সরকার।’

গতকাল সোমবার (১৬ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত করোনা হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এ নিয়ে একটি সুশীল পত্রিকার সম্পাদক সরকারের ঘনিষ্ঠ হতে একটি প্রবন্ধ ছেপেছে। ওই পত্রিকার সম্পাদকের অতীতের ঘটনা সবারই জানা আছে। মূলত সরকারের আনুকূল্য পেতে তিনি এ কাজ করেছেন। যা অত্যন্ত ষড়যন্ত্রমূলক। ১৫ আগস্টের ঘটনার বিচারের পর এসবের মূল উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে নির্মূল করা। দেশকে বিরোধীদলশূন্য করা।’

তিনি বলেন, ‘সরকারের ব্যর্থতায় করোনা পরিস্থিতি আজ ভয়াবহ আকার ধারণ করেছে। গত দেড় বছরে সরকার মানুষ বাচাঁতে কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। হাসপাতালে অক্সিজেন নেই, আইসিউ নেই, ভেন্টিলেটর নেই। নেই কোনও চিকিৎসা। এসব ব্যবস্থা না করে দলীয় নেতা-কর্মীদের উল্টো দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে সরকার। এখন দেখা যাচ্ছে গণটিকা নিতেও টাকা লাগে। দলীয় নেতাদের বাড়ি বাড়ি গিয়েও টিকা দিতে গেছে।’

টিকা নিয়ে সরকারের মন্ত্রীরা ‘গলাবাজি করছে’ উল্লেখ করে রিজভী বলেন, ‘এই যে টিকা আনা হয়েছে, তার পেছনে কিন্তু সরকারের কোনও ভূমিকা নেই। বাংলাদেশি আমেরিকান কয়েকজন চিকিৎসক বাইডেন প্রশাসনে কর্মরত আছেন। তারা লবিং করে বাংলাদেশকে কোভ্যাক্সের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এখন কোভ্যাক্সের মাধ্যমে আমরা কোটি কোটি টিকা ফ্রি পাচ্ছি। সম্পূর্ণ বিনামূল্যে আরও টিকা আসবে। সেই টিকাই এখন দেয়া হচ্ছে, গণটিকা দেয়া হচ্ছে। এখানে সরকারের কোনও ভূমিকা নেই।’

সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার মানুষের জীবন নিয়ে খেলা খেলছে। আজকে ডানে বামে কত মানুষ মারা যাচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কত মানুষ ঝরে যাচ্ছে। এটার একমাত্র কারণ পর্যাপ্ত চিকিৎসাসেবা দিতে পারছে না সরকার। দেড় বছরে সরকার শুধু গলাবাজি-চাপাবাজি ছাড়া কিছুই করেনি। ফলে সারা দেশ মৃত্যুর বিভীষিকায় পরিণত হয়েছে।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘বাংলাদেশের মতো এমন নির্যাতনকারী সরকার কোথাও নেই। শুধু মিথ্যা মামলা নয়, গুম-খুন নয়, জীবননাশের হুমকি রয়েছে পদে পদে। যে দেশে গুম-খুন বিচারবহির্ভূত হত্যা নিত্যদিনের চিত্র, জীবনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে, সে দেশের বিরোধী দল সাধারণ মানুষের পক্ষে কাজ করা অত্যান্ত দুরূহ ব্যাপার। আমাদের নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন। আমাদের কাছে সরকারি কোনও অর্থ ত্রাণ নেই। তারপরও আমরা কেউ বসে নেই। আমরা সঙ্গতি অনুযায়ী সারা দেশে কেন্দ্র থেকে শুরু করে, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকে করোনায় আক্রান্ত ব্যক্তির পক্ষে কাজ করছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com