সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়: খোকন
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এ কারণে বিএনপির সঙ্গে স্বৈরাচারী আচরণ করেছ।
তিনি বলেন, সরকার কূটকৌশল করে খালেদা জিয়াকে নিভৃত করতে চায়। তাদের প্রতিহিংসার কারণে তার (খালেদা জিয়া) আজকের এই দুরবস্থা। বেগম জিয়া অসুস্থ থাকলেও তার সুচিকিৎসায় কোনো পদক্ষেপ নিচ্ছে না।
গতকাল সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির চিনিসপুর কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।