জামিন সংক্রান্ত সকল কাগজপত্র জমা দেওয়া হলেও এখনও মুক্তি পাচ্ছেন না ইসহাক সরকার

0

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক কারারুদ্ধ ইসহাক সরকারের জামিন সংক্রান্ত সকল কাগজপত্র জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত মুক্তি না পাওয়ায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি সংগঠনের সহ-সভাপতি ও বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে মিথ্যা, ভুয়া ও বানোয়াট মামলায় গ্রেফতারের নিন্দাও জানান।

রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব অভিযোগ ও নিন্দা জানান।

ফখরুলের অভিযোগ, ইসহাক সরকার আদালত থেকে জামিন লাভ সত্বেও তাকে বিভিন্ন কায়দায় জেল থেকে মুক্তি বিলম্বিত করা হচ্ছে। মোস্তাফিজুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতার তরুণ নেতৃত্বকে ধ্বংস করার নিরবচ্ছিন্ন অংশ।

বিবৃতিতে ফখরুল অবিলম্বে ইসহাক সরকারের কারামুক্তি দাবি করেন। সঙ্গে মোস্তাফিজুর রহমানকেও নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com