গণতন্ত্রকে অবরুদ্ধ করে দীর্ঘ সময় দেশ শাসন করা যায় না: আব্দুস সালাম
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, গণতন্ত্রকে অবরুদ্ধ করে দীর্ঘ সময় দেশ শাসন করা যায় না। অতীত ইতিহাস সেটিই সাক্ষ্য দেয়।
গতকাল শনিবার (১৪ আগস্ট) বিকেলে নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, দেশে বর্তমানে ফ্যাসিবাদী শাসন চলছে।
উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও অনেক রাজনৈতিক বন্দীকে সময়মতো মুক্তি দেওয়া হয় না। অনেককে কারাফটক থেকে আটক করা হয়।
সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা দেশের আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। আমরা এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে সরকারকে সরে আসার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমরা যখন দলকে তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের মতো সাংগঠনিক কর্মসূচি নিয়ে এগুচ্ছি তখন সরকার নেতাকর্মীদের নিত্যনতুন মিথ্যা মামলায় আটক করছে। পুরনো মিথ্যা মামলায় চার্জ গঠন করে চার্জশিট দিচ্ছে। এই ধরনের অপকর্মের মূল লক্ষ্য হলো বিরোধী দলকে কোনোভাবেই সাংগঠনিক কাজ করতে না দেওয়া। সারা পৃথিবীতে যখন কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার অবসান ঘটছে, একনায়কতান্ত্রিক স্বৈরশাসনের বিলোপ ঘটছে-তখন শেখ হাসিনার সরকার বিরোধী দলকে নির্মূল করার দিবাস্বপ্নে বিভোর।