বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করলেন রিজভী

0

শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৫২তম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে বনানী কবরস্থানে মরহুমের কবরের পাশে রিজভী পপুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন।

এদিকে বৃহস্পতিবার কোকো’র জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১১টায় বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া দুপুর ১টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম এবং বাদ আসর বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com