দেশের চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে: মান্না

0

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, ‘দেশের চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কোথাও আইসিইউ পাওয়া যাচ্ছে না। সেটা বাড়ানোর কোনও উদ্যোগও নেই সরকারের। মানুষের জীবন বাঁচাতে অল্প খরচে যে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন করা যায়, সেই ব্যাপারেও কোনও ভ্রূক্ষেপ নেই তাদের।’

গতকাল বুধবার (১১ আগস্ট) বিকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত ওই বিবৃতিতে মান্না আরও বলেন, ‘সরকার ব্যস্ত জনগণের ট্যাক্সের টাকায় নিজেদের পরিবার পরিজনের নামে ডাকটিকিট উন্মোচন করছে।’

মান্না দাবি করেন, ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার অভাব দূর করতে পারে বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক ড. তৌফিক হাসান এবং সহকর্মীদের উদ্ভাবিত অক্সিজেট। গত বছর থেকে তারা এটি নিয়ে চেষ্টা করে গেলেও সরকারি কোনও পৃষ্ঠপোষকতা করা হয়নি। তাদেরই বরং অ্যাপ্রুভালের জন্য ঘুরতে হয়েছে।’

তিনি দাবি করেন, ‘দ্রুততম সময়ে ক্লিনিকাল ট্রায়াল শেষ করে ব্যাপকভাবে উৎপাদন করে সব হাসপাতালগুলোতে অক্সিজেট পৌঁছানোর ব্যবস্থা করা হোক।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com