জনগণকে ‘গণটিকার’ নামে ‘গণহয়রানি’ করছে সরকার: রিজভী
জনগণকে সরকার গণটিকার নামে গণহয়রানি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘সরকার গণটিকার নামে গণহয়রানি করছে। টিকা কেন্দ্রে কোনও স্বাস্থ্যবিধি নেই। মানুষ বাঁচার জন্য টিকা নিতে গিয়ে আরও বেশি আক্রান্ত হচ্ছে। যেখানে একটি কেন্দ্রে তিনশ থেকে সাড়ে তিনশ লোক টিকা নিতে পারে, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে। সেখানে নেই কোনও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা।’
গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খুলনায় আজকে বহু লোক নতুন আক্রান্ত হয়েছে। চব্বিশ জন মারা গেছে। এটাতো সরকারি হিসাবে। বেসরকারি হিসাবে আরও কয়েক গুণ লোক আক্রান্ত ও মারা গেছেন। সর্বোপরি বাংলাদেশ ভয়ংকর মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে। সরকার লকডাউন দিচ্ছে আর নিজেদের প্রয়োজনে খুলছে।’
তিনি বলেন, ‘সরকারের লুটপাট ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বললেই হতে হয় গুম-খুন। অথবা যেতে হয় কারাগারে। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন- “কেউ অসত্য বললে তাকে শাস্তি পেতে হবে”। তাদের মতে- অসত্য বলতে বোঝায় সরকারের গুম-খুন আর লুটপাট তুলে ধরা। আওয়ামী লীগের গতির দিকে না চললে শাস্তি পেতে হয়। কেউ তাদের দুর্নীতি-লুটপাটের কথা বললে গুম-খুন অথবা কারাবরণ করতে হয়।’
বিএনপির এই নেতা বলেন, ‘করোনাকালীন সময়ে সরকারের অদক্ষতার কারণে আশি পার্সেন্ট লোক গরিব হয়েছে। মানুষের খাদ্য ব্যয় কমে গেছে। মানুষের ঘরে-বাইরে হাহাকার। সরকার মানুষের অভাব উত্তরণের জন্য কোনও উদ্যোগ নিচ্ছে না। রফতানি কমে গেছে এগারো শতাংশ। রেমিট্যান্স কমেছে আঠাশ শতাংশ। সবকিছু মিলিয়ে মানুষ ভয়ংকর পরিস্থিতির দিকে যাচ্ছে।’
রিজভী বলেন, ‘বিএনপির স্বাস্থ্য মন্ত্রণালয় নেই। বিএনপি নিজেদের পকেটের টাকা দিয়ে করোনা সুরক্ষা সামগ্রী অক্সিজেন ও বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতায় সারা দেশে দলের নেতাকর্মীরা করোনা রোগীদের সহযোগিতা করে যাচ্ছে।’