করোনা সংক্রমণের নাজুক পরিস্থিতিতে ভয়ংকর মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে দেশ: বিএনপি

0

অতিমারি করোনা ভাইরাস সংক্রমণের নাজুক পরিস্থিতিতে বাংলাদেশ ভয়ংকর মৃত্যুপুরীর দিকে ধাবিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (১০ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা এমন অভিযোগ করেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গাজীপুরের কাপাসিয়ায় করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছি। আমরা এর আগে় বিএনপির সাংগঠনিক সত্তরটি জেলায় এ সেবা পৌঁছে দিতে পেরেছি। প্রতিদিন করোনা রোগী বাড়ছে, সেই সাথে বাড়ছে অক্সিজেন ও বিভিন্ন রকম ওষুধের চাহিদা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সারা দেশের শহর থেকে শুরু করে গ্রাম-গ্রামান্তরে সহযোগিতা নিরলসভাবে পৌঁছে দিচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা গত বছর করোনার সময় তিন কোটি মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছি। এবারও মানুষের পাশে আছি। করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার আগেই আমরা বলেছিলাম- বর্ডার সিলগালা করে দেন। সরকার তা করেনি। যার ফলে করোনা ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে। তাই আমরা তারেক রহমানের নির্দেশে এবং তার প্রদত্ত ওষুধ সকল জেলায় পৌঁছে দিয়েছি। আমাদের নেতাকর্মীরা স্ব-উদ্যোগে তা বিতরণ করছেন।’

গাজীপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আ স ম হান্নান শাহ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, আপনারা তার যোগ্য কর্মী হিসেবে মানুষের পাশে আছেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। সরকারের অযোগ্যতা ও অপরিপক্কতার কারণে করোনা সারা দেশে ছড়িয়ে পড়েছে। সারা দেশে এক ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে। মানুষ করোনার সাথে যুদ্ধ করে চলছে। আমাদের লড়াই করতে হবে, লড়াই করে কাজ করতে হবে। যতদিন করোনা থাকবে ততদিন আপনারা মানুষের পাশে থাকবেন। বিএনপি গণমানুষের দল। তাই আমাদের মানুষের পাশে থেকে কাজ করে যেতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com