দুর্নীতি, ভুল নীতি ও উদাসীনতার কারণে সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ: প্রিন্স

0

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দুর্নীতি, ভুল নীতি ও উদাসীনতার কারণে সরকার করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতায় করোনার সংক্রমণ বাড়ছে। চিকিৎসার সংকট সৃষ্টি হয়েছে। ভ্যাকসিন আসছে না, মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে।

করোনার ভয়াবহতায় শহর-গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিএনপির করোনা হেল্প সেলে ওষুধ, সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, আবদুল আজিজ খান, এবং ধোবাউড়া বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন খান, আবদুল কুদ্দুস, আবুল কাশেম ডলার, আমিনুল ইসলাম, মাসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com