জনগণের জীবন নিয়ে প্রতারণা করা আ.লীগ সরকারের পক্ষেই সম্ভব: টুকু
‘দেশ করোনামুক্ত হোক সরকার তা চায় না’- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘যে পারবে না সে মরবে, যে পারবে সে বেঁচে থাকবে- এই নীতিতে সরকার চলছে।’
গতকাল শুক্রবার (৬ আগস্ট) সকালে গাজীপুরে দলের করোনা হেল্প সেন্টার ভার্চুয়ালি উদ্বোধকালে বিএনপির করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির এ আহ্বায়ক এমন মন্তব্য করেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এই সরকার দেশ থেকে করোনা যাক, এটা চায় না। চাইলে সরকার আরও উদ্যোগ গ্রহণ করতো। তারা ধরেই নিয়েছে দেশে ১৮ কোটি লোকের মধ্যে ৪/৫ লক্ষ লোক মরে গেলে কী হবে?’
তিনি বলেন, ‘আমি গত মিটিংয়ে বলেছিলাম যে, স্বাস্থ্য অধিদফতরে যে মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলে একজন আলোচিত কর্মকর্তা আছেন, তিনি তার ভেরিফাইড ফেসবুকে বলেছেন, “এসব লকডাউন-টকডাউন উঠিয়ে দাও। মরতে হলে মরবে। প্রকৃতির সাথে মিলিয়ে আমাদের বাঁচতে হবে”। যে নাকি জাতীয় কমিটির একজন পাওয়াফুল মেম্বার তিনি যখন এ কথা বলেন তার অর্থ কী দাঁড়াচ্ছে? যে পারবে না সে মরবে, যে পারবে সে বেঁচে থাকবে- এই নীতিতে সরকার চলছে।’
টুকু বলেন, ‘আমরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা আজও জনগণের পাশে আছি, ভবিষ্যতেও থাকবে। এই কর্মীদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যিনি এখনও বন্দি অবস্থায় আমাদের খোঁজখবর নেন।’
তিনি আরও বলেন, ‘দূর থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিদিন তিনি মনিটরিং করেন এবং আপনারা শুনে অবাক হবেন যে, আমার চেয়ে আগে উনি (তারেক রহমান) খবর পান কোন জেলায় কী হচ্ছে। খবর পেয়ে উনি আমাকে ওই খবরটা পাঠিয়ে দেন যে, ওমুক জায়গায় এটা হচ্ছে।’
বিএনপির এ নেতা বলেন, ‘সরকারের ব্যর্থতা বলে দিনরাতেও শেষ করা যাবে না। যে সরকার জনগণ কর্তৃক নির্বাচিত না, যে সরকার জনগণের রায়ে বিশ্বাস করে না, সেই সরকারের পক্ষে জনগণের জীবন নিয়ে প্রতারণা করা সম্ভব। এরা রাজনৈতিক সরকার না। এরা আমলা চালিত সরকার। আমলা চালিত সরকার হওয়ার কারণে তাদের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ পার্লামেন্টে আমলাদের কাছে কত অসহায় সেটা প্রকাশ করেছেন। এটার পরে তো আমার বলার কিছু থাকে না।’
তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) এখন কিছুই না, ওসি-ডিসি-এসপিরাই গোটা দেশের মালিক। ওরাই তো রাতের অন্ধকারে ভোট চুরি করে আজকের এই সরকারকে বসিয়েছে। তোফায়েল আহমেদের ওই বক্তব্যে বোঝা যায়, আওয়ামী লীগ দল হিসেবে নাই।’