আ.লীগের কর্মসূচিতে ওসির মুখে আওয়ামী দলীয় স্লোগান, ফেসবুকে ভাইরাল
শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের কর্মসূচিতে স্লোগান দিয়েছেন সদরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেন। ওই স্লোগানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত বুধবার রাত ১২টা ১ মিনিটে একটি অনুষ্ঠানে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণকালে এ স্লোগান দেন ওসি আক্তার হোসেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে স্লোগান দিয়ে সরকারি কর্মচারী আচরণবিধিমালা-১৯৭৯ লঙ্ঘন করেছেন ওসি।
২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মোমবাতি হাতে ওসি আক্তার হোসেন স্লোগান দিচ্ছেন। স্লোগানে ওসি বলেছেন, ‘শুভ শুভ শুভদিন, শেখ কামালের জন্মদিন’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা’। তার সঙ্গে উপস্থিত অনেকে কণ্ঠ মেলাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ কাজ করে পালং থানার ওসি আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজিকে জানানো হবে।
ওসি আক্তার হোসেন বলেন, ‘আমি ছাত্রলীগ করতাম। আওয়ামী লীগ নেতাদের অনুরোধের কারণে স্লোগান দিয়েছি। এতে বিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছি না। ’