২০ দল আ‌ন্দোলন সংগ্রা‌মে প‌রি‌ক্ষিত জোট: নজরুল ইসলাম খান

0

২০ দলীয় জো‌টের সমন্বয়কারী বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান ব‌লে‌ছেন, গনতন্ত্র ভোটা‌ধিকার আই‌নের শাসন প্রতিষ্ঠায় সকল‌কে ধৈর্য সহকা‌রে ঐক্যবদ্ধ থে‌কে গনতা‌ন্ত্রিক পন্থায় সরকা‌রের পত‌নের আ‌ন্দোলন জোরদার কর‌তে হ‌বে।

জোট শ‌রিক‌দের উ‌দ্দেশ‌্য ক‌রে তি‌নি ব‌লেন, যারা ই‌তোপু‌র্বে জোট ছে‌ড়ে‌ছেন তারা কেহ ভাল নেই। এই সরকার দি‌নের ভোট রা‌তেচু‌রি ক‌রে ক্ষমতায় টি‌কে আ‌ছে। হামলা মামলা নির্যাতন নিপীড়‌নের মাধ‌্যমে তারা মানুষ‌কে দ‌মি‌য়ে রে‌খে দেশে একদলীয় শাসন কা‌য়েম ক‌রে‌ছে। ২০ দলীয় জোট নেত্রী বেগম খা‌লেদা জিয়া‌কে হয়রানী মুলক মিথ্যা মামলায় ফরমা‌য়েশী রায় দি‌য়ে আট‌কে রে‌খেছে।

তি‌নি ব‌লেন, ২০ দলীয় জোট আ‌ন্দোলন সংগ্রা‌মের মধ‌্যদি‌য়ে প‌রি‌ক্ষিত বিস্বস্ত। সরকা‌রের অ‌নেক প্রলোভ‌নে তারা জোট‌কে ভাঙ্গ‌তে পা‌রে‌নি। তাই জন‌বি‌চ্ছিন্ন আওয়ামী দুঃশাসন থে‌কে জনগন‌কে মুক্ত কর‌তে ঐক্যবদ্ধ  আ‌ন্দোলন সংগ্রাম জোরদার কর‌তে হ‌বে। ক‌রোনা পরি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লে আমরা একসা‌থে কর্মসুচী গ্রহন বাস্তবায়ন কর‌তে পার‌বো।

তি‌নি আজ (শ‌নিবার) দুপু‌রে বাংলা‌দেশ লেবার পা‌র্টির উ‌দ্যো‌গে ক‌রোনা, লকডাউন জনদু‌র্ভোগ শীর্ষক ভার্চুয়াল আ‌লোচনায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে একথা ব‌লেন।

লেবার পা‌র্টির চেয়ারম‌্যান ডাঃ মোস্তা‌ফিজুর রহমান ইরা‌নের সভাপ‌তি‌ত্বে মহাস‌চিব লায়ন ফারুক রহমা‌নের সঞ্চালনায় আ‌লোনায় অংশ নেন ২০ দলীয় জো‌টের শ‌রিক জামায়া‌তের মাওলানা আবদুল হা‌লিম, জাতীয় পা‌র্টি (জাফর) মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজ‌লি‌সের মাওলানা মোঃ ইসহাক, কল‌্যান পা‌র্টির মেজর জেনা‌রেল (অব🙂 সৈয়দ মুহাম্মদ ইব্রা‌হিম বীরপ্রতিক, এন‌পি‌পির . ফ‌রিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্যযজো‌টের মাওলানা আবদুর রকীব, জাগপার খন্দকার লুৎফর রহমান, এন‌ডি‌পির কারী আবু তা‌হের, জাতীয় দ‌লের এড. সৈয়দ এহসানুল হুদা, এল‌ডি‌পির শাহাদাত হো‌সেন সে‌লিম, মুস‌লিমলী‌গের এড. জুল‌ফিকার বুলবুল চৌধুরী, জ‌মিয়‌তে ওলামা‌য়ে ইসলা‌মের মুফ‌তি ম‌হিউ‌দ্দিন ইকরাম, পিপলস লী‌গের এড. সৈয়দমাহবুব হো‌সেন, সাম‌্যবাদী দ‌লের সৈয়দ নুরুল ইসলাম, সুপ্রীম কো‌র্টের আইনজী‌বি এড. জহুরা খাতুন জুঁই, লেবার পা‌র্টির মাহবুবুর রহমান খা‌লেদ, এস এম ইউসুফ আলী, জ‌হিরুল হক জ‌হির, আবদুর রহমান খোকন, মো‌হেবুল্লাহ আল মে‌হেদী প্রমুখ।

সভা শে‌ষে বেগম খা‌লেদা জিয়ার সুস্থ‌হওয়া  ক‌রোনায় নিহত‌দের বি‌দেহী আত্মার মাগ‌ফেরাত কামনা এবং চি‌কিৎসাধীন‌দের সুস্থ‌্যতা কামনায় বি‌শেষ দোয়া মুনাজাত করা হয়। বিজ্ঞ‌প্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.