সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে আধুনিক চিকিৎসা প্রয়োজন: চিকিৎসক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুরনো অসুখগুলোর জন্য বিদেশে আধুনিক চিকিৎসার প্রয়োজন বলে আবারও জানিয়েছেন তার চিকিৎসকরা। গতকাল সোমবার (১৯ জুলাই) বিকাল পৌনে পাঁচটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে দাঁড়িয়ে এ কথা জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।
এর আগে, সোমবার বিকাল ৪টা ৩৫ মিনিটে মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে টিকা নিয়ে বাসায় ফেরেন খালেদা জিয়া। পরে গাড়ি থেকে নেমে সবার সঙ্গে সালাম বিনিময় করে বাড়িতে প্রবেশ করেন তিনি।
এরপর ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়া গত ১৯ জুন এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন। আজ ১৯ জুলাই তিনি করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। টিকা নিতে রেজিস্ট্রেশন করা হয়েছিল গত ৮ জুলাই।’
খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জাহিদ হোসেন বলেন, ‘২০১৮ সালে যখন ম্যাডাম আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে যান, তখন তিনি পায়ে হেঁটে গিয়েছিলেন। এরপর যখন ২০২০ সালের ২৫ মার্চ কারাগার থেকে শর্তসাপেক্ষে মুক্তি পান, তখন তিনিহুইল চেয়ারে করে আসেন। এরপর যখন তিনি এ বছরের ২৭ এপ্রিল হাসপাতালে যান, তাও হুইল চেয়ারে বসেই। হাসপাতাল থেকে ১৯ জুন ফেরেন হুইল চেয়ারে করে। আজকেও টিকা নিতে তিনি হুইল চেয়ারে করেই গাড়িতে ওঠেন। টিকা নিতে যাওয়ার সময়ও আজকে হুইল চেয়ার নিয়ে গিয়েছিলাম। কিন্তু গাড়িতেই টিকা দেন তিনি।’
করোনা আক্রান্ত হওয়ার পর এখন তার পুরনো যে অসুখগুলো রয়েছে, তার ট্রিটমেন্ট দরকার, উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ‘তার পুরনো অসুখ গুলোর মডার্ন ট্রিটমেন্ট দরকার বিদেশে। তাকে আধুনিক সেন্টারে নিতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।ফলে, দেশের বাইরে মডার্ন চিকিৎসা হবে বলে আমরা আশা করি।’
প্রসঙ্গত, গতকাল সোমবার বিকাল ৪টা ২ মিনিটে রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বিকাল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। এ সময়গণ মাধ্যমকর্মীসহ বিপুল নেতাকর্মীদের ভিড় থাকায় তাকে হাসপাতালের ভেতরে নিতে বেগ পেতে হয়। পরে গাড়িতে বসিয়েই তাকে টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর বিকাল ৪টা ১০ মিনিটের দিকে বাসার উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া। ৪টা ৩৫ মিনিটে তিনি বাসায় পৌঁছান।
টিকা দেওয়ার পর খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, বিএনপির চেয়ারপারসন মডার্নার টিকা গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ভর্তির পর এভার কেয়ার হাসপাতাল থেকে ১৯ জুন রাত ৯টার দিকে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির (ষড়যন্ত্রমূলক) মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউ’র হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এখনও তিনি গুরুতর অসুস্থ, প্রয়োজন আধুনিক ও উন্নত চিকিৎসা।