দেশে জনদুর্ভোগের জন্য দায়ি ক্ষমতাসীন সরকারের পরিকল্পনা: এলডিপি

0

লগডাউনের পর ঈদে ঘরমুখো মানুষের চাপে রাজধানী ঢাকা থেকে বের হওয়ার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।ঘণ্টার পর ঘণ্টা ছোটবড় সব পরিবহন দাঁড়িয়ে আছে।

এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ। আর এই ব্যর্থতার জন্য দায়ি সরকারের পরিকল্পনা।

শনিবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির(এলডিপি) একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এই অভিযোগ করেন।

তারা বলেন, আমাদের দেশে রাস্তা গণপরিবহন সংকটের কারণে ঈদুল আজহার পরের দিন ২২ জুলাই মাত্র একদিন গ্রামেরবাড়ি থেকে রাজধানীতে বা কর্মস্থলে পৌঁছানো সম্ভব নয়।

এসময় এমনিতেই সড়কে যানজট বেশি থাকে। লকডাউন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরে যানজট আরও বেড়েছে।

এরই প্রভাব পড়েছে রাজধানী দেশের সব সড়কমহাসড়কগুলোতে।

মহাসড়কে যানজটের জন্য চাঁদাবাজিও দায়ি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দলের অঙ্গসংগঠন এবং পরিবহনশ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি চলছে প্রতিটি মহাসড়কের একাধিক স্থানে। কখনো কখনো দুর্ঘটনার কারণে যানজট অসহনীয় হয়ে উঠছে। রাস্তা গুলোর দুরবস্থাও অনেক ক্ষেত্রে যানজটের জন্য দায়ি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com