সরকার দেশে নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ: নারী ও শিশু অধিকার ফোরাম

0

গতকাল বুধবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ঘরে ঘুমিয়ে থাকা উম্মে ফাতেমা নামে ১৪ বছর বয়সী বর্ডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে হত্যা এবং তার লাশ উদ্ধারের ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন নারী শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং সদস্য সচিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “দেশে নারী শিশু নির্যাতন যেন থামছেই না। প্রতিদিন খবরের কাগজ খুললেই নারী শিশুদেরওপর পাশবিক নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যার ঘটনা চোখে পড়ে। বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে দেশের সর্বত্র নৈরাজ্যকর অবস্থা এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে, মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। নারী শিশুদের ও পরনির্যাতন এখন সীমাহীন পর্যায়ে। নারীদের সম্ভ্রমহানি হত্যাকান্ড এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

নেতৃদ্বয় বলেন, নারী শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বর্তমান জনবিচ্ছিন্ন সরকার। নারী শিশুদের ও পরধারাবাহিক ভাবে পাশবিক নির্যাতনের ঘটনায় দেশবাসী গভীরভাবে শঙ্কিত উদ্বিগ্ন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় উম্মে ফাতেমার ওপর নরপশুদের নির্মম নির্যাতন তাকে হত্যা করার ঘটনায় আমরা তীব্র ধিক্কার, নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

আমরা অবিলম্বে উম্মে ফাতেমাকে হত্যাকারী পিশাচদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। নিহতের আত্মার মাগফিরাত কামনা শোকাহত পরিবারপরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com