গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতার মেয়ের বিয়েতে বিএনপির উপহার
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে পুলিশের ক্রসফায়ারে নিহত মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ছানাউল্লাহ ছানার মেয়ের বিয়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আলমারি উপহার দেয়া হয়েছে।
সোমবার রাজধানী আদাবরে মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুলকবির রিজভী এ উপহার হস্তান্তর করেন। উপহারটি গ্রহণ করেন নিহতের স্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফী, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজিব, আদাবর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ প্রমুখ।