সরকারের অপরিকল্পিত লকডাউনে বাংলাদেশের জনপদে বুভুক্ষু মানুষের আহাজারি চলছে: প্রিন্স

0

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের অপরিকল্পিত চলমান লকডাউনে বাংলাদেশের জনপদে নিরন্ন বুভুক্ষু মানুষের আহাজারিতে আকাশবাতাস ভারী হয়েউঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর নিন্ম আয়ের মানুষ।

অবিলম্বে ক্ষতিগ্রস্ত নিন্ম আয়ের কর্মহীন মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার জোর দাবি জানান তিনি।

মঙ্গলবার ( জুলাই) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রিন্স।

তিনি বলেন, লকডাউনে কাজ না থাকায় ছেলেমেয়েদের মুখে ভাত তুলে না দিতে পেরে মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর মুক্তারপুর এলাকায় নিজ বাড়িতে দিনমজুর দ্বীন ইসলাম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। নির্মম বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে গত জুলাই দুপুরে।

অথচ সরকারের মন্ত্রীকর্মকর্তারা হরহামেশাই বলে যাচ্ছেন, তারা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছেন, কেউ না খেয়ে নেই, না খেয়েমারা যাবে না কেউ, ইত্যাদি ইত্যাদি। মুক্তারপুরে দ্বীন ইসলামের মতো দেশের অগণিত মানুষ ধরনের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখী।

এই দায় কার? অবশ্যই এর দায় সরকারকেই বহন করতে হবে। শুধু তাই নয়, সরকারের অব্যবস্থাপনা, ভ্রান্ত নীতি অবহেলাউদাসীনতায় করোনা চিকিৎসায় যে সংকট দেখা দিয়েছে, অক্সিজেনের অভাবে প্রতিদিনই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এইমৃত্যুর দায়ও সরকারকেই নিতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, সরকার করোনার শুরু থেকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার নামে যে বরাদ্দ দিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা জনগণের সাথে তামাশা করা ছাড়া কিছুই নয়। ২০২০ সাল থেকে পর্যন্ত যে কয়বার বরাদ্দদেওয়া হয়েছে তা কোনো সময় মাথাপিছু ১১ পয়সা, কিংবা ১৪ গ্রাম চাল। বর্তমানেও চলমান লকডাউনে যে বরাদ্দের কথা বলাহয়েছে তা মাথা পিছু দিনের হিসাবে ১৩ টাকারও কম। এখন বলা হচ্ছে ঈদের আগে দশ কেজি করে চাল দেওয়া হবে, তাহলে ঈদের আগ পর্যন্ত এই লকডাউনে মানুষ কি খেয়ে বাঁচবে। প্রকৃত অর্থে, এই বরাদ্দও এখন পর্যন্ত ছাড় হয়নি এবং তা জনগণের হাতে পৌঁছে নাই।

প্রিন্স বলেন, সরকারের মন্ত্রীরা তাদের ব্যর্থতা আড়াল করতে প্রতিদিনই বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছেন। তারা নাকিদূরবীন দিয়ে বিএনপিকে খুঁজে পাচ্ছেন না, বিএনপি নাকি মিথ্যাচার করছে। এসব কথা বলে তারা দেশের যে ভয়াবহ পরিস্থিতিতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে ব্যর্থ অপচেষ্টা করছেন।

অবিলম্বে অপরিকল্পিত সমন্বয়হীন লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক, হকার, দোকান কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী, দিন মজুরসহনিন্ম আয়ের কর্মহীন মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার জোর দাবি জানান তিনি।

একইসাথে অতিদ্রুত সবাইকে করোনা টিকাদানসহ বিরাজমান করোনা চিকিৎসা সংকট নিরসন কল্পে সরকারি হাসপাতাল গুলোতে পর্যাপ্ত অক্সিজেন, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা, ভেন্টিলেটর, আইসিউ বেড স্থাপন এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগসহ সরকারি খরচে করোনা পরীক্ষা চিকিৎসা ব্যবস্থা করার আহ্বান জানান প্রিন্স।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com