অক্সিজেনের অভাবে মৃত্যু জাতির জন্য বেদনাদায়ক-লজ্জাজনক এবং মানুষ হত্যার শামিল: রব

0

শুধুমাত্র অক্সিজেনের অভাবে মৃত্যু জাতির জন্য বেদনাদায়ক   লজ্জাজনক। মৃত্যু মানুষ হত্যার শামিল।

রোববার ( জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আব্দুর রবএসব কথা বলেন।

বিবৃতিতে রব বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে ব্যয়, সীমাহীন দুর্নীতি, অবাধ লুণ্ঠন, রাষ্ট্রীয় সম্পদের বিপুল অপচয় এবং দেশে করোনায় বিনা চিকিৎসায় মৃত্যু অগ্রহণযোগ্য।

তিনি বলেন, দীর্ঘ দেড় বছরেরও অধিককাল থেকে মানুষের অবিরাম মৃত্যু সরকারের বিবেক জাগ্রত করেনি। অথচ এখনও মুখে উন্নয়নের ফুলঝুরি আর আত্মতুষ্টির বাগাড়ম্বরে সরকারকে সয়লাব দেখতে পাই।

করোনা মহামারিকালে পরপর দুটি বাজেটের একটিতেও  জেলায় জেলায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত এবং আইসিইউ স্থাপনকরা হয়নি। নিষ্ঠুর নির্মমতা কোনো ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

জেএসডি সভাপতি রব বলেন, উন্নয়নের রোল মডেল বাংলাদেশে শুধু অক্সিজেন এবং আইসিইউয়ের অভাবে প্রতিনিয়ত মানুষমারা যাচ্ছে। পরিকল্পনাহীনতা এবং অদূরদর্শিতায় এসব মূল্যবান জীবনের মৃত্যুর দায় সরকারকে অবশ্যই বহন করতে হবে।সরকার যদি হাসপাতাল গুলোতে শুধুমাত্র অক্সিজেন এবং আইসিইউর ব্যবস্থা নিশ্চিত করতো তাহলে অনেক মূল্যবান জীবনকেরক্ষা করা যেতো। সরকারের কাছে রাষ্ট্রের নাগরিকের জীবন সুরক্ষার চেয়ে উন্নয়নের ডামাডোল প্রচার করাই বেশি গুরুত্ব পেয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৫২ শতাংশ হাসপাতালে আইসিইউ সুবিধা নেই এবং ৩৫টি জেলা সদর হাসপাতালে আইসিইউনেই। চারিদিকে অক্সিজেন সংকটে মানুষের মৃত্যু হচ্ছে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর আগে থেকেই সর্বোচ্চ ব্যবস্থাগ্রহণের জন্য আহ্বান জানানো হলেও সরকার স্বাস্থ্যখাতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বতোভাবে প্রস্তুত বলে ফাঁকা আশ্বাসে জাতিকে ধোঁকা দিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com