ফ্যাসিস্টরা খুবই নিষ্ঠুর-নিমর্মতার সাথে রাষ্ট্র পরিচালনা করে থাকেন
ফ্যাসিবাদের মূল চেহারা হলো, ফ্যাসিস্টরা জনগণের কথা শুনতে চান না, জনগণকে তাদের কথা মানতে বাধ্য হবে এই নীতির ওপর বিশ্বাস করে রাষ্ট্রের সর্বময় শক্তি প্রয়োগের দিকটির ওপর গুরুত্ব আরোপ করেন। তারা মনে করেন, ব্যক্তি জীবনের যাবতীয় দায়দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের অধিনায়কই এই দায়িত্ব পালন করবেন। আর এই একনায়কই হবেন সবক্ষমতার অধিকারী ও প্রয়োগকর্তা। তিনি নাগরিক জীবনের শিক্ষা–দীক্ষা, চিন্তা ভাবনা, এক কথায় সমগ্র জীবনকে নিয়ন্ত্রণ ও প্রভাবিত করবেন। ব্যক্তির নিজের কিছু বলার বা করার থাকবে না। ব্যক্তির স্বার্থ রাষ্ট্রের মধ্যেই নিহিত।
সুতরাং জনগণের ব্যক্তি জীবনের স্বার্থ–স্বাধীনতা ফিরিয়ে দেয়া এবং একটি অসাম্প্রদায়িক আধুনিক উন্নত রাষ্ট্র বিনির্মান ও মুক্তিযুদ্ধের সুমহান চেতনা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয়ে, রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের জন্য দলমত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
কেননা ঐক্যবদ্ধ জনগণের আন্দোলনের গণজোয়ারেই নিহিত ফ্যাসিস্ট সরকারের মসনদ অতলে তলিয়ে যাবার।
–ডালিয়া লাকুরিয়া