রাজধানীতে নীরব-টুকুর নেতৃত্বে যুবদলের বিক্ষোভ
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির তারিখ পেছানোর প্রতিবাদ এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশান-১ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তিতুমীর কলেজের সামনে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
মিছিল থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র-সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীরসহ সংগঠনের নেতারা।