সুচিকিৎসার অভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অসত্য ও বানোয়াট মামলায় প্রতিহিংসামূলক সাজাদিয়ে কারাবন্দি করে তার ওপর রাষ্ট্রীয় দমন–নিপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুলের দাবি, কারাবন্দি অবস্থায় সুচিকিৎসার অভাবে তার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে।
আজ (২৬ জুন) জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণী দেন। সেখানে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, জাতির সব অর্জন ও এগিয়ে যাওয়া এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে। জুলুম–নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের ওপর সর্বোচ্চ আঘাত হানা হচ্ছে। এই নৈরাজ্যের অমানিশা আমাদের দূরীভূত করতেই হবে।
খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে– অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, তার সুস্থতার জন্য বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও সরকার বিদেশ যাবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এটা সরকারের প্রতিহিংসাও চরম নির্যাতনের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।