খালেদা জিয়ার শারীরিক অবস্থার হয়নি পরিবর্তন প্রয়োজন উন্নত চিকিৎসা: চিকিৎসক

0

২৭ এপ্রিল ভর্তির পর এভার কেয়ার হাসপাতাল থেকে শনিবার (১৯ জুন) রাত ৯টার দিকে গুলশানের বাসভবনে ফিরেন খালেদা জিয়া। চিকিৎসকেরা সেদিন রাতে গণমাধ্যমকে জানিয়ে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অসুখ গুলো স্থিতাবস্থায় আসলেও বাসায় রেখেই চিকিৎসা চলবে। একইসঙ্গে তার লিভারের সমস্যার কারণে উন্নত চিকিৎসার প্রয়োজন। খালেদা জিয়ার সেই অবস্থার কোনও পরিবর্তন হয়নি।

বেগম জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন তিনি জানান, বাসায় ফেরার সময় যেমন ছিলেন তেমনই আছেন বেগম জিয়া।

চিকিৎসক দলের একজন সদস্য জানান, বেগম জিয়ার নিয়মিত স্বাস্থ্যপর্যবেক্ষণ করেন তারা। প্রতিদিনই দুই একজন চিকিৎসক গিয়ে কথা বলেন তার সঙ্গে। ২৪ জুন (বৃহস্পতিবার) রাতেও কয়েকজন গিয়েছিলেন, তার সঙ্গে কথা বলেছেন। তিনি স্বাভাবিক আছেন।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়টি কত দূর? এমন প্রশ্নে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘দলের পক্ষ থেকে ফরমালিবলা হয়েছে, ম্যাডামের উন্নত চিকিৎসা প্রয়োজন। এখন এটা সরকারের ওপর নির্ভর করছে, তারা ঠিক করবে।

বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বরত ডা. জাহিদ হোসেন জানান, বেগম জিয়া মানসিক ভাবে ভালো আছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com