নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণের পাশে দাঁড়ানোর আহ্বান তারেকের রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে
ড্যাব এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ–ড্যাব এর প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভা করেছে ড্যাব নেতৃবৃন্দ।
গতকাল সোমবার, জুন ২১, ২০২১, বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ড্যাবের নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মতবিনিময় সভায় তারেক রহমান দেশের সার্বিক করোনা ভাইরাস পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মহামারীর এই সংকটময় সময়ে ড্যাব এর সর্বস্তরের নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে আপামর জন সাধারণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।তিনি পেশাজীবী সংগঠন হিসেবে ড্যাব এর বিভিন্ন কর্মসূচীর জন্য সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে কর্মকাণ্ড জোরদার করার নিমিত্তে নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
এছাড়াও তিনি করোনাভাইরাস মোকাবেলায় সেবামূলক কর্মসূচি জোরদারের নির্দেশনা দেন।
সেবামূলক কর্মসূচির মধ্যে রয়েছেঃ
১। করোনাভাইরাস এর প্রকোপ ক্রমবর্ধমান ভাবে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে কেন্দ্রীয় ড্যাবসহ সকল সাংগঠনিক শাখা কর্তৃক কোভিড ব্যবস্থাপনা বিষয়ক হটলাইনের কার্যক্রম জোরদার।
২। প্রযোজ্য ক্ষেত্রে পূর্বের ন্যায় অক্সিজেন সরবারাহ এবং জেলা শাখাসমূহে এই সেবা সম্প্রসারণ করা।
৩। স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে মেনে চলার ব্যাপারে জনগণকে সচেতন করা।
৪। জনগণের মধ্যে সুরক্ষা সামগ্রী (যেমন ফেসমাস্ক, স্যানিটাইজার সামগ্রী) বিনামূল্যে বিতরণ।