বৃক্ষরোপণ কর্মসূচি সূচনা করেন শহিদ জিয়া: মঞ্জু

0

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। রাষ্ট্র নির্মাণে এমন কোন খাত নেই, যেখানে তাঁরপবিত্র হাতের স্পর্শ লাগেনি। বাংলাদেশে বৃক্ষরোপণের মত সামাজিক কর্মসূচি সূচনা তাঁরই উদ্যোগে। দেশের সীমানা ছাড়িয়ে পবিত্র নগরী সুদূর মক্কায় আরাফাতের ময়দানসহ সৌদি আরবে নিমগাছ লাগিয়ে তিনি এক যুগান্তকারী ইতিহাস রচনা করেছিলেন।

গতকাল সোমবার, জুন ২১, ২০২১, বেলা ১১টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে বিপর্যস্ত পরিবেশ সুরক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী নিমগাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর জেলা বিএনপির উদ্যোগে খুলনায় ১০ হাজার নিমের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে মঞ্জু এসব কথা বলেন।

তিনি বলেন, ’৯০এর গণঅভ্যুত্থানের পর৯১এর নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করে সরকার গঠনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিয়েছিলেন। নিমের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সুন্দর প্রাণীকুলের বেঁচে থাকার অন্যতম উপাদান বাতাসকে দূষণমুক্ত রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, মোশাররফ হোসেন, অ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আব্দুর রকিব মল্লিক, এস রহমান বাবুল, আবু হোসেন বাবু, কামরুজ্জামান টুকু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, সাজ্জাদ হোসেন পরাগ, একরামুলকবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, মজিবর রহমান ফয়েজ, খায়রুজ্জামান জনি, গোলাম কিবরিয়া, শরিফুল ইসলাম বাবু, আবু সাঈদ শেখ, আলম, খন্দকার ফারুক হোসেন, ফরহাদ হোসেন লাচ্চু, কাজী আব্দুর লতিফ, শাহাবুদ্দিন মন্টু, শামসুল আলম পান্না, কাজী মাহমুদ আলী, সাইমুন ইসলাম রাজ্জাক, মনিরুজ্জামান লেলিন, রবিউল ইসলাম রবি, মেজাবাহ উদ্দিন মিজু, ইকবাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, নুরে আব্দুল্লাহ, জামাল উদ্দিন মোড়ল, আবু বকর, মাহবুব আলম বাদশা, শামীম আশরাফ, সেলিম বড়মিয়া, হেদায়েত হোসেন হেদু, মেজবাউল আলম পিন্টু, আশিকুররহমান, মাসুদ রুমি, আব্দুল আহাদ শাহিন, সেখ আল মামুন, আবীর হোসেন, এড. রফিকুল ইসলাম, এম হাসান, শফিকুল ইসলাম, মফিজুল ইসলাম মিঠু, মারুফ হোসেন প্রমুখ।

এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে নরসিংদী জেলা বিএনপির আয়োজনে গতকাল সোমবার বাদ আছর জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন বিএনপির যুগ্মমহাসচিব নরসিংদীজেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

তিনি বলেন, আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশকে সুন্দর রাখতে হবে। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলন মনে করে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। তারেক রহমানের নির্দেশে বছর সারাদেশে বিএনপি লাখ নিমের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, তারেক রহমান দেশে থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষ রোপণ করতেন। কারণে তাঁর আহবানের সাড়া দিয়েবৃক্ষ রোপণ কর্মসূচি চলছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. আব্দুল বাছেদ, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপি দফতর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শ্রমিকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকারম ভূঁইয়া, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদসহ অন্যান্য নেতাকর্মী।

বৃক্ষরোপন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা দীর্ঘায়ূ কামনা দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি নরুল ইসলাম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com