বাস্তবতা ও জাতীয় স্বার্থের নিরিখে পররাষ্ট্রনীতি গঠনের আহ্বান মেজর হাফিজের
বাস্তবতা ও জাতীয় স্বার্থের নিরিখে আমাদের পররাষ্ট্রনীতি গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
রোববার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিবেশী দেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে সত্যি। কিন্তু তার মানে এই নাযে আমরা কিয়ামত পর্যন্ত তাদের সবকিছু দিয়ে যাব।
এখন তো মনে হয়, প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য আমাদের পররাষ্ট্রনীতি গৃহীত হয়েছে। আজ বাস্তবতার নীতিতে, জাতীয়স্বার্থের নিরিখে আমাদের পররাষ্ট্রনীতি গঠিত হতে হবে।
এ সময় তিনি অন্যান্য দেশের তুলনায় চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় করার জন্যও আহ্বান জানান।
বাংলাদেশ–চীন সাংস্কৃতিক একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।
একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীসহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।