জিয়াউর রহমান: ইতিহাসের ধ্রুবতারা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

0

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: ইতিহাসের ধ্রুবতারাশীর্ষক সংকলন গ্রন্থের মোড়ক উম্মোচন প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় মিলনায়তনেগ্রন্থটির প্রকাশনা উৎসবের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বইটিতে ১৪ জন শিক্ষকের জিয়াউর রহমানের নিজের লেখা তিনটি প্রবন্ধ স্থান পেয়েছে। রয়েছে জিয়া পরিবারের ছবি সম্বলিত অ্যালবাম।

বইটি পাওয়া যাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ষষ্ঠ তলায় জিয়া স্মৃতি পাঠাগারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সাবেক আহ্বায়ক বিএনপির শিক্ষা সম্পাদক অধ্যাপক . এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং সাদা দলের বর্তমান আহ্বায়ক অধ্যাপক . লুৎফর রহমানের পরিচালনায় বইয়ের মোড়ক উম্মোচন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক . আনোয়ার উল্লাহ চৌধুরী, সাবেক অধ্যাপক . মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির সহ প্রশিক্ষণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক . মোর্শেদ হাসানখান, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক . মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক . সুকোমল বড়ুয়া, অধ্যাপক . মো. হাসানুজ্জামান স্বপন, অধ্যাপক মো. আবুল কালাম সরকার, অধ্যাপক . আল মোজাদ্দেদী আলফেছানী, মো. শহীদুল ইসলাম, অধ্যাপক আবদুল করিম, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ মিজানুর রহমান, দেবাশীষ পাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক . মো. ছবিরুল ইসলাম হাওলাদার, অধ্যাপক . মো. আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক . কামরুল আহসান, . নূরুল ইসলাম, অধ্যাপক মঞ্জুর এলাহী, অধ্যাপক মো. জাকির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক . মো. এমতাজ হোসেন, . মো. তোজাম্মেল হোসেন, অধ্যাপক মতিউর রহমান, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন অসীম, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির সহ শিক্ষা সম্পাদক হেলেন জেরিন খান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্তা, জিয়াউর রহমানফাউন্ডেশনের প্রকোশলী মাহবুব আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খাদের গণি চৌধুরী, শফিকুল ইসলাম, বিএনপিনেতা . শেখ ফরিদুল ইসলাম, ব্যবসায়ী মো. আবু তৈয়বসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com