রিজভীর বাসায় অকারণে ভিড় না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান পরিবারের

0

করোনা পরিস্থিতি আবারও বেড়ে যাওয়ায় অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় অকারণে ভিড়না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার।

গতকাল শুক্রবার (১৮ জুন) রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম জানান রিজভীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

রিজভীর স্ত্রী জানান, বর্তমানে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় বিশেষ করে ভারতীয় ভ্যারিয়েন্ট দেশজুড়ে ছড়িয়ে পড়ায় চিকিৎসকরা অনুরোধ করেছেন তিনি (রিজভী) যাতে দর্শনার্থীদের সঙ্গে দেখা না করেন। তাই একান্ত প্রয়োজন ছাড়া নেতাকর্মীদের তার বাসায় না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

স্কয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন থাকার পর গত মে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন বিএনপির এই নেতা। বাসায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, মে হাসপাতাল থেকে বাসায় যাওয়া রুহুল কবির রিজভীকে প্রথম দেখায় চেনার উপায় ছিল না। শারীরিক ভাবে তিনি খুবই দুর্বল।

গত ১৬ মার্চ রুহুল কবির রিজভীর করোনা টেস্ট করলে পজিটিভ রেজাল্ট নিয়ে পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এপ্রিল শ্বাসকষ্ট অনুভব হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চেস্টের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে অক্সিজেন সহায়তা ছাড়া তিনি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে পারছিলেন না বলে আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয় বেশ কিছু দিন।গত ১৭ এপ্রিল রিজভীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com