সরকারের সব মন্ত্রণালয় ‘দুর্নীতিগ্রস্ত’ অথচ তাদের কোনো জবাবদিহি নেই: জি এম সিরাজ

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককেদুর্নীতির সুপারমডেলআখ্যা দিয়ে সংসদ সদস্য জি এম সিরাজ বলেছেন, স্বাস্থ্যখাতে মিঠু, আফজাল, আজাদ, রাজ্জাক, জাহের, সাজ্জাদ, হুমায়ুন, মামুন, সাত্তার, সাহেদ, মালেক দুর্নীতির মডেল। আর আপনি(স্বাস্থ্যমন্ত্রী) হলেন দুর্নীতির সুপার মডেল।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ২০২১২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসবকথা বলেন।

তিনি বলেন, সরকারের প্রায় সব মন্ত্রণালয়, প্রতিষ্ঠান সরকারসংশ্লিষ্ট বিশেষ সুবিধা ভোগীরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। কোনো জবাবদিহি নেই। অন্যায় অপরাধের বিচার নেই। দুর্নীতি বন্ধ বা সহনীয় পর্যায়ে আনতে না পারলে বাজেট থেকে কোনো উপকার আসবে না। কিছু মন্ত্রণালয়ের ব্যক্তিবিশেষের কারণে প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মুখ থুবড়ে পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, মাথা ঠিক থাকলে শরীর ঠিক থাকে। মাননীয় সংসদনেতা, আপনি আপনার জিরো টলারেন্সের একটি নমুনা দয়া করে দেখান। বিশেষজ্ঞ, টেকনোক্র্যাট বসিয়ে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় করুন।

সেবা খাতটি রক্ষা পাবে। অব্যবহৃত টাকা ফেরত যাবে না। অসুস্থ স্বাস্থ্য খাত সুস্থ হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com