শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা: ড. মঈন খান

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফরিদপুর বিভাগীয় কমিটির প্রধান . আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই ঐক্যবদ্ধ হোন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার হাত দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রার শুভ সূচনা হয়েছিল। আজ গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছে।

বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়।

এসময় . মঈন খান আরো বলেন, স্বাধীনতার পর দেশ গণতন্ত্রের যেই চরম সঙ্কটময় সময় অতিবাহিত করছে তা থেকেউত্তরণের জন্য আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন। শহীদ জিয়ার আদর্শকে লালন করে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলতেহবে।

আর এই আন্দোলনের মধ্য দিয়ে দেশের লুটেরা গণতন্ত্র হত্যাকারীদের ক্ষমতা থেকে রাস্তায় নামাতে হবে। তিনি উপস্থিত সকলের কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তির দোয়া কামনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com